কল্পনার জালে ভরে খেয়াল ,
অজস্র ধারায় নামকরণ চল !
কত শত দিবস, পাই আভাস-
যপে-যপে, মিটাই মনের আশ ৷
তবে এই দিন, পৃথিবী দিবস ,
যেন অত ধরে না নামেতে যশ !
প্রণত ঐ ঋষিকে, যার চেতনা নিষ্কাম ,
বিশ্বে ভরায় অমর বাণী, বসুধৈবকুটুম্বকম ৷
তবু বলি, ছিলেন মহান ঐ জন -
প্রথম এই দিবসটি করা, পালনে স্মরণ !


মহত্ত্ব, এ নামে আসে না জাত-পাত -
নামেতে আসেনা কোন ধর্মে আঘাত ৷
আসে না নারী, পুরুষে, ভেদাভেদ
আসে না ধনী, গরীবের বিচ্ছেদ ;
আসে না ব্যক্তি সত্তার বিচার ,
আসে না উগ্র মান্যতা আর আচার ৷


সহঅবস্থান, সমতা, ভাইচারা -
আদর্শ মূলমন্ত্র ,পৃথিবী রক্ষা করা ,
আজ দিবসকে করি সুপ্রভাতে স্বাগত ;
মোদের ধ্যেয়, কর্তব্য পরায়ণ অবিরত ৷


নভ জল বন মরু মাটি, সমগ্র অঞ্চল ,
না ভরে ঘনঘোর ঘৃণ্য, বৃথা জঞ্জাল !
প্রাণবায়ু ,বাঁচাতে, না-মতিভ্রম, না-অবুঝ -
কক্ষনো না করি ক্ষয়, চির সবুজ !
প্রতিজ্ঞাতে সর্বদা যেন কর্তব্য রত -
পালনে চেষ্টিত হই, স্মরি সাধ্য মত ৷


(ইং-২৩-০৪-২০১৭)
(আজ পৃথিবী দিবস, স্মরণে ৷)
(প্রাণবায়ু= অক্সিজেন)