ব্যাপ্ত সে পৃথিবী ,তার পরিধিটা গোল -
কত চলে ধারা হেথা আবোল তাবোল ,
সীমানা ঘুরেফিরে ,সে পুঃন এসে মেশে -
সে রূপ, রূপান্তরিত, ভিন্ন যেন বেশে ।
সযতনে ধরি মনে পরিষ্কৃত ধন ,
সংশয় থেকে যায় অপভ্রংশ মতন !
সময়ে হেরি তারে আংশিক তায় ক্ষয় -
সাথে করে নিয়ে যায় আরো কিছু লয় ।


গভীরে করিলে মন্থন, তার পরীক্ষা ,
অবগত হই ধর্মে, নব রূপে শিক্ষা ।
কখনো ভাবি হায় ! এ তো হয় মহজ -
ভাবনা কুকুর-লেজ ! অতি যে সহজ ।
যতো দিন ধরে রাখো তারে সে চোঙায় ,
ছাড়া পেলে পূর্বরূপ মেলে পুনরায় !


(ইং-২১-০৮-২০১৮)
*-হিন্দী শব্দ, মহজ > মাত্র, কেবল ।