আপনার মাটি, অমূল্য খাটি ,
শ্রেষ্ঠ, প্রাণপ্রিয় বিশুদ্ধ এটি ৷
আমরা চাই ! স্বপ্নে ও মাটি -
তায় জীবন ধারণ বসতবাটী ৷  


পরম শান্তির, স্বর্গভূমি সমা ,
তারে, আদরে ডাকি, মাটি-মা ৷
শেষ কালে মা, প্রার্থনা তোমা -
সর্বদোষ, মা-মাটি, করিও ক্ষমা !


আমরা জ্ঞানী মানব জাতটি ,
এহেন মাটি ,রাখিনা পরিপাটী ৷
তবু মাটি সে, বড়ো মহাসহিষ্ণু ,
জীব পালনে , সাক্ষাৎ বিষ্ণু !


এত করেও, সে পায়না মন ,
অপবিত্র সারিয়া, দানি যাতন !
আপনটা বুঝি, ভাল মতন ,
মাটির বেলায়, অধম-পতন-!


ব্যাকুল হৃদয়, ভেবে-ভেবে ,
ক’দিন বা রব ! এ দুনিয়া-ভবে !
অভাব বড়ো, দয়াতে মন -
অকাজে আবার, কতনা যতন !  
মাটি ! কত ক্ষত বুকে নেবে ?
সে আর কিভাবে শিক্ষা দেবে ?


মোদের পরাণ, পাষাণ -মরু-
জ্বলে না, পোড়ে না, চর্ম পুরু !
প্রাণীরা সারে না, এত দুষ্কর্ম !
কবে শিখিব, মাটির মর্ম ?


(ইং-১৯-০৭-২০১৭)