আরো কত যে দেখার আছে অগে
জাদুগর, যা- দেখায় সবই ভাল ,
দেখে মন গলে , তাক লাগে !
জাদু শেষে আঁধারে- নিঃস্ব কালো ।


চমৎকারী শাসক যা আদেশ করে
কার সাধ্য মান্যতারে রদ করে, একালে ,
সব চলবে দেশ মাঝে- শাসক জোরে
অবাক হওয়ার কিছু নেই- হালে ।


এ-ও কলা , চাকচক্য হুনার মেলা
কারণ, নিজ দৌর্বল্য- মোহাবিষ্ট ,
ওস্তাদ জাদুগর, শাসক, দেখায় উজালা
মতিভ্রমে । তার যে হাতছাপাই স্পষ্ট ।


ছুটে আসে কীট-পতঙ্গ,আরশোলা
ভ্রমজাল, সংসারের মায়া ,
চলবে ভাওতাবাজি, আলোর খেলা  
যতোদিন থাকিবে দুনিয়া ।


(ইং-২৯-০২-২০২০)