অজস্র জ্ঞানী, জ্ঞানেতে মাতেন ,
ভরে দু’হাতে, উপদেশ বাটেন ।
জিহ্বায় নেই হাড় ! কথা-বর্তায় ,
সহজে অনর্গল, সব বকা যায় !
রসনা স্বাধীন, মুক্ত বাঁধাহীন -
প্রগল্ভ বাক্য বল- প্রতিদিন !


যদি বলি ,খরগোশ যুদ্ধ কর্ ,
বাঘের গালে, কষে মার চড় !
তেমনি বলা, কেন উতলা ?
তোমরা গরীব, বোকা মেলা !
কেন কাড়িছ না ? শত্রুর ধন ,
যখন সে করে অযথা শোষণ ?


বাও উজানে ! বলাটা সহজ -
নেই ঘটে, সত্যের সংযোগ ।
ধরিলে পুঁটিরে কোন অক্টোপাসে,
মৃত্যু কাম্য তার, পরিস্থিতির বশে ।
সংগঠিত অন্যায়, জেদের কাছে ,
মাশুলেও সুফল ফলেনা কাজে !


(ইং-০১-০৪-২০১৮) -বেঙ্গালুর