খাওয়ার তরে আসা মর্ত্যে
অকাট্য সত্য কথা ,
মাথা ঘামিয়ে আবিষ্কার হয়
নানান খাওয়ার প্রথা ।


খাওয়ায় আছে বহু কায়দা
গাছের আর তলার ,
শাঁস ও খায় আঁঠি ও খায়
বাকি রাখে না খোসার ।


কাঁচায় ও খায় পাকাও খায়
যা কিছু মেলে সামনে ,
ঝাড়ে মূলে সবক’টা খায়
সংরক্ষণ নেই মান্যে ।


মাছ-মাংস, দই-মিষ্টি-ছানা
জুড়াও কষে পরাণ
যোগাড়ে নানা, উপায় জানা
মিটাও পেটের টান ।


গ্রাসের স্বভাব রাঘোব বোয়াল
এই তো ভক্ষণ হাল !
জঙ্গল উজাড়,মরু-পরিবেশ
শূণ্য- পশু, গোয়াল ।


(ইং-১৩-০৩-২০১৯)