হে ক্ষমতাধর প্রভু ! দাও, কোলভরে দাও ,
     ওরা লেঠেল,- লাঠি কিনে দাও
      প্রবুদ্ধ জ্ঞানীদের ঝুনঝুনা ধরাও ;
শান্তির ধারা নিদ্রাটুকু করো তছনছ উধাও ।


জন-বরে পেয়েছ যোগ্য স্থান, সাথে মান ,
      কষ্টের জমানো তহবিলের অর্থ
      নষ্টদের বিলাও, সব করো ব্যর্থ ;
উঠেপড়ে লাগো উজাড়ে রোজগার স্থান ।


সরকারী কারখানা তারা তৈরী না এক দিনে ,
    একদা রচনাকার, গড়ে অপার
    তাঁরই দেন, ধ্যান ও তপস্যার ;
দাও জলাঞ্জলি,- না বাঁচে তারা জানে-প্রাণে ।


(ইং-১৩-১১-২০১৯)
খারাপ পরিস্থিতির জন্য , BSNL- (ভারত সঞ্চার নিগম লিমিটেড,)--এর দেড় লাখ
কর্মচারীর সত্তর হাজার ঐচ্ছিক কর্মমুক্তির আবেদন দিয়েছে , তারা কর্মমুক্তি চায় । মন্ত্রী বলছে, ব্যবসা করা সরকারের কাজ নয় !! সুত্র > দৈনিক “হিন্দী পত্রিকা” ( ১২-১১-১৯, ভোপাল ) ।