সুদূর নীলিমা,শূন্যের ডাক -
মন বলে, ডাকে মহাকাল ,
থাকি,ভয়াক্রান্ত হিয়া ভারে  
প্রতিটি সুপ্রভাত কাল ।
দণ্ডায়মান যম, হাতে শমন
দণ্ড-তিরস্কার-শাসন ,
নয় উত্তর, শুধু আজ্ঞা পালন ,
শোনাল, অন্তঃকাল এখন !
আওয়াজ, চিৎকার শক্ত মানা
জড়বৎ-স্থাবর মাত্র পড়ে ,
কান্না-আবেগ, সবারে ভুলে
মেলে কষ্ট, দেহমন জুড়ে ।
                          
চক্ষু ভরা জল ! ছল-ছল
চিন্তাঘন মনঃ-অন্তকরণ ,
দেহ কুব্জ,তার মস্তক ভারে
কেবলি তাড়ায় জ্বালাতন ।
উদ্ধত খড়্গ ! সম্মুখে হেরি
শক্তি-সামর্থ,শিরা-উপশিরা
শূন্য বলহীন ,ক্ষীণ স্পন্দন ,
ত্রস্ত, অসাড় আজি তারা ।


(ইং-১২-১০-২০১৮)