জানা, সাথে যায় না কিছু !
তবু এ জীবন -নয় সে মিছু ,
ধরা, সুন্দর সম্ভারে একাকার !
ভরে দিগন্ত তার চারিধার ।


ত্যাগ-বলিদানে, সব সম্ভব ,
জাগতিক সুফল হয় উদ্ভব ।
মানবের সৃষ্টি, নিঃস্বার্থ দান -
প্রকৃত এ ঐশ্বর্য্য, বাঁচার মান ।


এ-এক যুগের নয়! অমানত ,
বহুকালে জমে- পরতে পরত !
শতশত বছর ভাঙা গড়ায় -
ধৈর্য্য, উদ্দমে, সাকার তায় ।


নিজের নিজের সবই কাজের ,
কতোর ধ্যান পরের ভাগের !
খাওয়া-পরা সাধারণ জীবন ,
গুণ, পরোপকার, পরম ধন ।
এ মহান বিচার ভরা সংসার ,
রংধনু আভা, দৃশ্যতে অপার !


(ইং-০১-০৮-২০১৮)