আকাশ, জল-স্থল, মরু-বন ,
অহর্নিশ বিরামহীন, শোষণ !
পাতা ফাঁদ রকমারি অগাধ -
শিকারের রুধিরে মেটায় স্বাদ ।


পোষে মানুষ অজস্র ঝঞ্ঝাট -
জন মাঝে, জঘন্য মারকাট !
কাদের আচরণ,-এ কারনামা ,
কোন্ সে চাচা, ভাগ্নে-মামা ?


উপশমে ,যন্ত্রণা-জ্বালা ক্ষত ,  
অমূল্য দান সে ধরিত্রীর কত ।
কী নেই এ প্রকৃতির কোলে ?  
ভরা সুধা, করপুটে নাও তুলে ।


জন্মসূত্রে সুশীল সমস্ত বাচ্চা -
শৈশবে কেন বাড়ানো সমস্যা ?
শিশুর ভবিষ্যৎ মাঠে মারা -
তারা, চামচিকিরা আত্মহারা !


অস্ত্রে শান ! তাবোড়তোড় ,
অসৎ কাজের কর্মে জোর !
তীব্র, সতেজ, অপগুণ বৃদ্ধি ,
ধর্ম মেনেও, কৈ তার শুদ্ধি ?


(ইং-০৩-১০-২০১৮)