অনন্ত যুগ ধরে মানুষ নিজের বর্চস্যে মগ্ন
বহু ছিল ধ্যানে তবু অদেখা সে শুভলগ্ন ।
যতোটুকু ধারণে বিজ্ঞ তা’ ভরে কমণ্ডুলে ,
কাজে ছিল নিমজ্জিত, প্রতিটি পলেপলে ।


দলগত ভাবনা, মুখিয়া প্রাধান্য একাগ্রতা
যুগের আচরণ একরূপতা সেথা প্রবণতা ।
হিংস্রবুদ্ধি-ক্রূরতা, ধারদার করে- ঔজার ,
হয় না দ্বিধাগ্রস্ত মানুষ- বিধ্বংসে আপনার ।
স্বজাতি মানুষকে ভাবা, হেয়- দুষ্মন অপার
সব সঙ্কটের মূলে ছিল রেষারেষি ধর্মাচার ।


অদ্যও সে অতীত, রূপছবি নানা প্রতিরূপ-
সাক্ষ্য প্রমাণ রূপে বিরাজিছে তার স্বরূপ ।
যাঁরা চায় সুসময়, পারিজাত ফুলে শোভা-
কোথাথেকে জড়ো হয় -বিধ্বংসী দুর্ভাগা ।
নাবুঝে যদিও একে অপরে হীনতা ডাকি-
মর্মমূলে বাস্তব হানি, হয় নিজেরে ফাঁকি ।


(ইং-২০-০৯-২০২০)
ঔজার > অস্ত্র ।