যখন যখন বিপত্তিরা বাঁধে দানা-
হৃদয়ে চিন্তা-চৈতন্যে রূপ ধরে, জংধরাবর্ণা ,
দু’বাহু তুলে ঊর্ধ্ব গগনে , দেখি ,
একমনে ধ্যানজ্ঞানে সে পরম আস্থারে ডাকি ।


সবে চায় অভয় , বাঁচিতে ভরসায় -
কখনো জল প্লাবনে সর্বনাশী বন্যায় ভাসায় !
চিরশত্রু নিধনে করি করজোড়ে আরাধনা -
অরি ,সেও-তো অধীন আস্থার ,
দয়ালুদেব, আনে না তার ধ্বংস পরোয়ানা ।
তবু মনে ধরি অমোঘ তৃপ্তি :
মানুষ, সে ফাঁক খুঁজে আস্থারে মান্য করেও -
স্বার্থ, লোভ-মোহে, সারে কত অপকীর্তি ।


যাঁরা সম্পদে হাতী , বুঝায় , সবই- হরি হরি ,
একদিন পাবে মুক্তি- তাঁর আতুর চরণ ধরি !


(ইং-১৩-০৯-২০২০)