পঞ্চভূত, তার উৎপত্তি- লয়
বিজ্ঞান, পেতে চায় জয় ,
অতীত, মুনি-ঋষি সে দর্শনে আসি-
ঈশ্বরের মাহাত্ম্য প্রচারেন বেশী ।


এক- অজানা এবং বিস্ময় !
যুগে যুগে তার প্রতিরূপ ঈশ্বর হয় ।
যেখানে জ্ঞানদৃষ্টি অচল -
মীমাংসায় তর্ক-বিতর্কে আসে ভূচাল ।


ক্ষিতি-অপ-তেজঃ-মরুৎ-ব্যোম ,
সব লেখাজোখা সারে, চিত্রগুপ্ত ও যম ।
এখনো ঝড়তুফান মহামারি ,
যা কিছু ঘটনা বড়োমত অঘটন হেরি
ভাবনা ভরে সাধারণ মাথায় ,
আটকা পড়ে আস্থায় ঈশ্বরের খাতায় ।


(ইং-১৪-০৭-২০২০)