নিজের পায়ে কুঁড়ুল মেরে
ভাবনায় ওড়ে বুদ্ধিমান ,
কল্যাণকাজ কত পড়ে  
তিল মাত্র না ধ্যান ।


মহাভ্রষ্ট- ‘সারদা চিটফাণ্ড’
নিজোদ্ধারে সাঁকো করে
ছবি বিক্রী , সুনাম কুড়ায়
তার পেছনে ঘুরে ।


এ করবো, তা করবো ,
স্বর্গে দেব সিঁড়ি-
আয়ের পথ এবার বাড়বে
অধিক ট্যাক্সের বিড়ি ।


উবে যাবে বেকারধারা
চপ-ভাজিয়া-চা বেচে -
আঙনে সুখ উপচে পড়া
উদম গায়ে নেচে ।


সিঙ্গুরের জমি ফেরৎ দেব
হবে না আর ভুল -
এ-বারও একবার বাংলা বাঁচাও
ভাঙন ধরা কূল ।


আকাশ-পাতাল ভেবে পাই না
জনতা দেখি উত্তাল ,
সুনামে করি ত্রিফলা ফলক
কৈ জনতার খেয়াল ?


(০২-০৩-২০২১)
‘সারদা চিটফাণ্ড’ মহাকেলেঙ্কারি , সে ঘোটালায় গরীবের অশেষ আর্থিক ক্ষতি হয় ।
ত্রিফলা ফলক > তিনমাথা আলোর খাম্বা ।