সকালে উঠেই কাজ আর কাজ
এ যেন বারোটি মাস ,
নিজের পেট অভুক্ত, বেগার দিতে-
আসা জগতে ।
ওরা সুচতুর ব্যবস্থাপক, ফাঁদ পাতে,
দিন-রাতে ।


চাই না বদ্ধ হতে, তার যাঁতাকলে ,
তবু পা হড়কে পড়ি সে জালে ।
হয় কি রক্ষা শেষ কালে ?
মরণ, ভুগে ভুগে যক্ষায় অকালে !
ওরা আরো একতায় একজুট হয় ,
শাণ দেয় শোষণ যন্ত্রটায় ।


এর বীজ ,মান্যতা ,
ধর্মের পাতায় পাতায় আছে স্থিরতা !
কেন শোন নি ?
জানিও সব ‘গত জনমের মাসুল-পারানি’ !


(ইং-১৮-০৭-২০১৯)