ইতিহাসের পাতায় পুনঃ একটা বছর লিপিবদ্ধ হ’ল ,
অনেক বিষের জ্বালা সহ্য করে, শেষ, দু’হাজার বিশ ।
বহু জানান ভরা গত এ বছর, দৃঢ়ছাপ ফেলে পাতায় ,
কোভিড্ ঊনিশ, কারো ভূলিবার নয় আগেও সেথায় ।
মানব ক্ষয়ে, যুদ্ধ চক্রান্তে ভরে ছিল বছর কায়া –
সে কথা ছিল গোলকধাঁধাঁ , গূঢ়তত্ত্ব পুঁজির মায়া ।
আমেরিকায় কালা গোরার ঘৃণ্য চালে হচ্ছিল লোপাট ,
তার মাঝে ফেরে বিজ্ঞ মানবের রাজনৈতিক দৃশ্যপট ।


এশিয়া মহাদেশে ঘটে ভাই-ভাই আপসে বিভেদ
অভাবিত ! বন্ধুত্ব ভ্রাতৃত্ব ভাইচারায় ফাঁটল বিচ্ছেদ ,
দেখাগেছে সাম্যের স্থানে বৃদ্ধি পায় বর্গ ভেদাভেদ
যা কিনা আগে অশুভ ডাকে মানব উত্থানে পরিবেশ ।
ধনাঢ্যবর্গ তারা কঠিন দুর্দিনে ধন বাড়াতে সক্ষম
মুনাফায় সমুজ্জ্বল করোবার । অপর কর্মক্ষয় কতজন ।
ভোগের বর্গ সুখ ভুগে, হয়নি তৃপ্তি তাঁদের আত্মা-
এখনো নিজিকরণের সমানে চলিছে তার জয়যাত্রা ।


চোখে ধূলঝোকা, শিক্ষা ও নানা নীতি, ধূমিলতর রূপ ,
অন্নদাতা তাঁরা তাঁর জীবন দিয়েও কষ্ট পায় খুব ।
নূতনের হবে নবরূপে আগমন , খুশী ভরা দৃশ্যে ,
আপসে চাই বাঁচিতে এক পরিবারসম মিলেমিশে ।
হে আগামী নববর্ষ ! মানবতাকে করো না হতাশ ক্ষুন্ন ,
আমরা সাধারণ ছাপোষা, চাই পেটে, দু’কমুঠো অন্ন ।


(২৯-১২-২০২০)