মহান্দোলন শতদিন হয়, অসীম শ্রমক্ষয়
তুচ্ছ ভেবে এ ধর্ণা, শাসক অকুতোভয় ,
লক্ষলোকের মনের চাহিদা রয় অপুরণ
শাসন কঠোর-দৃঢ়, যতো করো অনশণ ।


খোঁজে, আয়ের উপায় ধ্যান-ধারণায় মত্ত
ইন্ধনের দাম বৃদ্ধি নিয়ে বুদ্ধি আঁটে যত্ত ।
ভোট প্রচারে প্রচেষ্টা, সময় অঢেল পায়
চাষীহিতের কথা উঠলে ছ্যাঁকা লাগে গায় ।
পুঁজিতন্ত্রের চলনধারায় নিখুঁত মনোভাব ,
মধ্যস্থতায় বিমুখ সদা অমানবিক স্বভাব ।


চাষীপুত্র স্বদেশ গড়ায়, জীবনপণ ত্যাগে
সর্বকালে উন্নতিকল্পে ওরাই সবার আগে ;
পাতা ছাড়া বাঁচে না গাছ সবে তা’ বিদিত্
রাজধর্ম টেঁকে না কভু বিনা প্রেম-পিরিত ।
সামনে কুফল দূরগামী, দম্ভীর ভাব- মন্দ ,
ধনীবর্গের পুঁজির রাজ, সম্যক বিচার গন্ধ ।


(৫-০৩-২০২১)