অধর্মের তরে ধর্ম মানা
আসলটা স্বার্থ ,সূক্ষ্ম জানা
শত বাতিতে দেখে কালো
ভুলেছে মূল্য প্রকৃত ভালো ।


আগের সুদিন দু’পায়ে দলে
ক্ষণিক সুখটি নিয়ে চলে ।
চাকের মধু একার চাই
কর্ম গুণে নষ্টের জামাই ।


আগুন দিয়ে অপর ঘরে
আলু পোড়ায় বস্তা ভরে ,
পর ক্ষতিতে উঁচ্চ মনা
নিজেরে ভাবে সুধী জনা ।
এরাই আবার দু’হাত ভরে
ঘি-মধু খায় তৃপ্তি করে ।


(৩১-১২-২০২০)