ভাবনার আকার জলাভিসার সুখটি নিতে তার
নৌকাখানির ধরণ গঠন, সেথা করি না বিচার ,
তার আছে কি ছই, চলন সই, নদীর বুকে সে
উঠতি ঢেউ হঠাৎ কেউ না ডোবে বতাসে ।


পুরোনো গাড়ি, পথটি ধরি, হয় না গতি মেলা ,
রাস্তার মতি, গর্তে ভর্তি, অনেকটা কষ্ট চলা ।
চালক বদল, হই না সফল ,যাত্রার চাল তাই ,
রাস্তা, গাড়ি, পুরানো ভারী, সুখের উপায় নাই ।


শাসক তাল, সামন্তি চাল, মোড়ল নীতির দল
পালা বদল, বদলে না আদল, ভাবনা ভরা খল ।
তাঁরা আছে ছলনা কাজে, রংবাহারী ফানুস ,
ভাবে বোকা, ছোট্ট খোকা, দেশের সব মানুষ ।


(ইং-০৮-০১-২০২০)