হিত ও অহিত ,যমজ দু’ভাই
সুশ্রী, রূপবাহারী জবাব নাই ,
ব্যক্তিচরিত্র ব্যবহারিক কাজ-
একই মানবদেহে বিচিত্র সাজ ।

গুণ !এসেছে বাগদেবীর দানে
উভয়ে ন্যাস্ত, অমাপা জ্ঞানে ।
কর্মে সংসারে, মাতমে দাপায়
সুখে দুঃখে উপস্থিতি, হাঁপায় !


প্রতি দেহঘরে মল্লযুদ্ধ করে
অমীমাংসিত, বড়ো কে সংসারে ।
দাপটে একে- অন্যকে হারায়
সময়ে অবশ্য বিবেক নাড়ায় ।


লক্ষ্যভেদ নিয়ে ব্যক্তির মনন
সফল অসফল উভয়ের কারণ ।
মানব মূল্যরে ঔচিত্ত বিচার ,
দু’য়ে মিলে কাজ ,গতি সাকার ।
বিবেক ধর্মে যার পাল্লা ভারী -
সেইমত সে, সুখ-অধিকারী ।


(১১-১০-২০২০)