করো ভালবাসা এঁদোপুকুর, আর-
চামচিকা, পেঁচার প্রীয়, অন্ধকার-
জালেতে বসবাস মাকড়সার ,
মৌমাছির দখল মধুর ছাতার ।

জোনাকির পেছনে জ্বলে আলো ,
লাগে, গর্ত-খোড়ল ,কতোর ভাল ।
কারও বাস সুউঁচ্চ তাল গাছে ,
চড়ুইয়ের বাসা, ঘরের কার্নিসে ।

ব্যাঙ, সে ডাকে গলা ফুলিয়ে -
বাবুই, মজা পায়, বাসা দুলিয়ে ।
দলে কুকুর ডাকে, ঘেউ-ঘেউ –
রাতে,বনে বেজায় ডাকে ফেউ ।

নালা নর্দমায় মাছি ভনভনায় -
নিন্দুক সুযোগে কেচ্ছা ছড়ায় ।
নেশাতুর সে নেশায় মাতে ,
ভাল মন্দ বিরাজে সব জাতে ।


(ইং-০৩-১১-২০১৭)