স্বপ্ন দেখে, পাই যে ভারি মজা !
স্বপ্ন চায়, করিতে মোরে রাজা ৷
সে,ঘুমের ঘোরে দেয় সুড়সুড়ি ,
মন আশায় ভরায়, ঝুড়ি-ঝুড়ি !


বলে,-কর এবার মতি অশুদ্ধি ,
নির্ঘাত উন্নতি, জীবন- শ্রীবৃদ্ধি !
মাথা ঘামাস না !এখন এ বেলা-
মধু-চাল-কলা, পাইবি মেলা !
আমার সাথে চল একলা -
ভেস্তে যাবে, উঠিলে বেলা !


দেখবি, রঙিন প্রজাপতি ওড়া -
চড়বি মজায়, পক্ষীরাজ ঘোড়া !
হাস্যে-লাস্যে, জোড়া-জোড়া -
না-চিন্তা, শুধু তারা আত্মহারা !  
গোলাপ জলে, গোসল সারে
গায়ে আতর, সুগন্ধে ভরে !
পাইবি লস্কর, হাতি উঁট-
পরিধানে চটকদার সুট-বুট ৷


জ্ঞানী-গুণী, জনতা এসে -
চাঙে তুলিবে রাজার বেশে !
কোমরে তোর তলোয়ার ঝোলে -
চলবি তখন, সম্রাট চালে !
রাজার হালে যে, অসতেরাই-
বাকি সব, জগাই-মাধাই !


যাসনে আবার- সময়ে ভুলে ?
এসব হয় যে, ছলনার বলে !
সত্য পথে চলে যারা -
অকালে তারা, যায় গো মারা !!


(ইং-২৪-০৭-২০১৭)