মানবের সম্পদ, স্বাধীন চিত্ত ,
চায় না বাঁচিতে বদ্ধগণ্ডি, বৃত্ত ।
স্বতন্ত্র দেশ, স্বচ্ছল পরিবেশ -
চায় হাতে ,স্বাধীনতা অশেষ ।


দেশটা যদি হয় গোলাম তায় -
পল-পল কাটে তীব্র যন্ত্রণায় !
যেন মনঃদেহ বাঁধা আষ্টেপৃষ্ঠে ,
বাঁচা যায় ! ধুঁকে-ধুঁকে, কষ্টে ।


নিয়ে, শৃঙ্খল ভাঙার মহাপণ -
বিষম মুহুর্তে কাজে আগমন ,
তৎপর বলিদানে অগ্রভাগে -
তাঁরা মহান ! সর্ব, যুগে-যুগে ।
তাঁরা চির নশ্বর অতি পূজনীয় ,
সদা অমর রবে- হয়ে বরণীয় ।


তাঁর মহান ত্যাগ থাক অম্লান -
দানিতে পারি যেন- চির সম্মান ,
দু’অঞ্জলিযুক্তে, শ্রদ্ধা অবনত -
প্রণামি তাঁরে আদরে -শতশত ।


(ইং-১৪-০৮-২০১৮)
আজ- ১৫-ই আগস্ট, স্বতন্ত্রতা দিবসে সমস্ত দেশব্রতীদের সশ্রদ্ধ প্রণাম ।