কালের জ্বালাময়- দুঃখ বহে-  
অপরিমান, শোক-তাপ নিয়ে -
আঁধি-ঝড়-তুফান ,বন্যা, খরা -
যেদিকে দেখি বিপদের ধারা !


শ্বাপদের আঘাত, ভরা সুপথ ,
ভরে বিষে তারা, বাঁচার জগৎ ।
যদিও কখনো উঁচুতে শিরঃ -
আসে ক্ষণে আপদ, কতকির !


সম্মুখ দ্বারে , বিকট জঞ্জাল -
সবি ভয়ঙ্করী , অতি সে ভয়াল !
দেখিয়া চমকিত বাস্তব ধরাতল ,
নরে অজস্র হারে, বপন গরল !
ডাকিছে কাল ,সুসভ্য সকল
আশ্চর্য !তাঁরই গায়, হরিবোল !


ধ্বংসতে হ’ল না, চৈতন্য উদয় ?
মানবের জ্ঞানে, মহা পরাজয় !
ভরে, ভূভাগে কত গবেষক ,
সবে নীরব, শূন্য তাপ-শোক ।


(ইং-২৩-০২-২০১৮)