প্রবাদে কথায় বলে ,
মানুষের মতিগতি সর্বদা সচলে ;
‘প্রয়োজন আবিষ্কারের জননী’
দুর্দিনে অভাবি সে পথ খুঁজবেই
কথাটা শাশ্বত সত্য মানি ।


দেশে কোটির উপর বেরোজগার
দুঃখীমন, গৃহে ভরা হাহাকার ,
তিরস্কার-ধিক্কারে দেহমন জর্জর
বাঁচায় নেই কোন যোগাড়যন্তর ।


প্রশাসন তার ভুয়ো আশ্বাসণ
প্রতিকাজে বিফলতায়- রূপায়ণ ;
বিচারের দপ্তর বড়ো নড়বড়
অসহ্য গ্লানির দহনে জীবন কাটায়
কত অভাবি বেঘোরে প্রাণ হারায় ,
তার না বিচার-ন্যায়, না রাখা খবরা-খবর ।


দেরি নেই ,সর্বহারা প্রয়োজনে হবে সজাগ ,
একদিন বিদ্রোহী স্বরে- হবেই সবে সবাক ।


(০৩-০৭-২০২১)