ডানে বা বামে যার নেই হদিশ ,
সে রাতদিন খুঁজিছে জগদীশ !
কেমনে এ রত্ন সাধন হবে ?
তবু টেক্কা দেবে, সততঃ ভবে !


অজ্ঞানে খোঁজে উর্বর ভূমি -
যদিও প্রচুর বাস্তবতায় কমি ,
মোহে, মনের আবেগে বিরাজ -
চায় সহজ, মানব মনেতে রাজ ।


কর্মে ঢলে, গাত্রোত্থানে মাতে ,
সে দম্ভ পুষে, উঠেছে জাতে !
এ ধারা পোষণ, মরমে অবস্থান ,
অজ্ঞানতায় কাঁদায় পর প্রাণ ।


অমিল যোগ্যতা, চায় সখ্যতা -
মানা না কর্ম, হীনতা, মূর্খতা ,
কালের ছোবল নয় সে অচল -
মেনে ও মানে না অধম প্রবল !


জগতের ত্রিসীমা যার অজানা ,
কী করে সে করে আদর্শ স্থাপনা ?
আদি, অদেখা চাল-চুলা, ইন্ধন,
ভাসে না কর্ণে আতুরের ক্রন্দন !


(ইং-২৭-০৩-২০১৮)
- বেঙ্গালোর