মন আর মাথা
যদি না হয় এক যথা ,
টানা পোড়ন, উভয়ে মিলে -
হৃদে ,মর্মবেদনা ভরে- তিলেতিলে ।


মিত্র-সখা-সাথী
যদি না হয় সমব্যথি ,
বন্ধু থেকে ও দুর্দিনে আজ -
বিপদে আপদে হয় না কোন কাজ ।


অতি আপন সে ঘর
আলয়, আশ্রয় দাতা সবার
ভিত যদি হয় খারাপ- নড়বড়ে ,
দমকা হাওয়ায় অকালে যায় পড়ে ।


ধর্মী সে গুণধর  
কুট-কুট ভরা সুবিচার ,
ধার্মীক গুণী , সবে আদর করে
কেবল সৎ পরিবর্তন ঘটায় সংসারে ।


(ইং-২৩-০৬-২০২০)