হৃদয়ে কত আশা, সুখের বাসা ,
এলো বুঝি- সুসময় ;
সে নব দিনমণি, উদিবে পূরবে -
ভরবে সুখে আলয় ।
প্রতি ভোটকালে এ ধারা বহে -
ভাগ্য ফেরাবার পালা ,
অর্থবানদের ফিরিল কপাল -
দুঃখীর বাড়ে যে জ্বালা !


শত অভাবে, তবু ভোট দানে -
সুখের খোয়াব তরে ,
বেশি প্রতিশত্ ভোট দাতা তারা ,
ভোটবাক্স দেয় ভরে !
চির অবহেলায়, নিরুপায় তারা –
যুগ-যুগ আশা ধরে ,
স্বাধীন দেশে বাঁচা, স্বপ্নের ’পরে  –
কি বা করতে পারে !


খোঁজে না কেহ, প্রতিকার তার –
নেতায় ভরা ছলনা ;
গরীবের হৃদয় ,হতাশার খনি ,
কারণ হ’ল না জানা !
নেতার চলন, গর্বে, গরিমায় ,  
দুখী ভাসে আঁখি জলে ,
মিছে আস্থায়, ছলনায় ভুলায় -
প্রতিবার ভোট কালে !


ধোঁকার জগতে বসবাস নেতার -
চতুর লভিছে সুখ ,
যারা হাড়ভাঙা রাত দিন খাটে ,
সহ্যতে কেবলি দুখ !
পালটায় দল ,পালটায় ভোল -
নিরর্থক কত যে নেতা ,
সততা নিয়ে ও সতের পরাজয় -
ভোটে যায় না জেতা !


নেতারে বারে-বারে, ভোট দেয় ,
হৃদয়ে আপনত্ব মান্য ;
কবে হবে, তপ্তকড়াই শীতল ,
জুটিবে বসন-জল-অন্ন !


(ইং-০৪-০২-২০১৮)
হিন্দী শব্দ, খোয়াব > স্বপ্ন, আশা ।