কত আশা ভরে চার-সাল -
মন, কত না আবেগে মাতাল !
অপেক্ষা রত, সে খেলা ফুটবল ,
যার মান্য । গতি-বল, সম্বল ।
সূক্ষ্ম মেধা, তাও চাই প্রবল -
দক্ষতা দরকার পেতে সুফল ।


দলগত ক্ষমতা সাম্যের খেলা -
খেলায় একাগ্রতা লাগে মেলা ।
মানব চায় দিতে পরিচয়- শৌর্য ,
চায় প্রকাশে দেশের বল- বীর্য ।


ওরা দেশকে প্রচণ্ড ভালবাসে
এ খেলা চালায় জয়ের উচ্ছ্বাসে -
দূর করে দৈন্যতা- হীনতা, ভীতি -
বিশ্বখেলায় চায় স্থান, উপস্থিতি ।


জয়ের অপেক্ষায়, মনে বেঁধে আশ ,
মহৎ গুণের এক সর্বাঙ্গীণ বিকাশ ।
এ খেলা হয় না ! করে অবহেলা -
তাই বহু দেশ- পিছিয়ে মেলা !


(ইং-০২-০৭-২০১৮)