“নেই কাজ তো খৈ ভাজ”
লেখালেখিতেও সময় কাটে সকাল-সাঁঝ ;
এ যেন চড়া- সখের দু’চক্রযান ,
প্যাডেলে চাপ দিলে ঘোরে বন্-বন্ ।


ছিটে বসে হাতল শক্ত হাতে ধরে ,
দিব্যি আসা যায় বহুদূর- মাঠঘাট ঘুরে
চড়াই উৎরাই, কোন নেই বালাই ,
পায়ের চাপে,- চাকা ঘোরে সাঁই-সাঁই !


সাইকেলে ঘুরে এসো বিশ্ব
পাবে না আদুরে কোন শিষ্য ,
লেখায় লেখায় ভরে গেল ঘর -
লোকে ভালোবেসে নেয় না কোন খবর ।


(১১-০৪-২০২১)