ঘরে অসহায় বৃদ্ধ মা- বাবা
পুত্র-কন্যার অন্ত নেই ভাবা ,
বাইরে সর্বকর্মদ্বার প্রায় বন্দ
বেকার তারে সবে দোষে মন্দ ।
রাতদিন চলে কষ্টের জীবন
বয়স বাড়ে, চাহিদা অপুরণ ।
যাবে তো যাবে কোথায় !
নিঃস্ব, কিছু আসেনা মাথায় ।


সর্বত্র স্বার্থে ব্যস্ত প্রিয়জন
সমাধান শূন্য, উপায় মন্থন ।
ধনাঢ্য শাসক, ধনীর পক্ষ
গরীব অকালে পায় মোক্ষ ।
এখন বাড়াও অস্ত্রাগার, মঠ-
পূজো, ঘট- জল-তুলসী-বট ।
কত উপায় ধরে, কলহ-পথ
অস্ত্র জড়োতে পুরে মনোরথ ।


(ইং-১৫-১১-১৯ )
দোষে > দোষারোপ করে । পুরে > পুরণ করে ।