শিশুর কাছে যা ভাল প্রবীণের কাছে নয় ,
মাতাল যা পছন্দ করে যোগীর তাতে ভয় !
যুদ্ধ বাজেরা যুদ্ধ মানে শান্তিকামীরা শান্তি-
অসৎ পথ চোরের মান্য বিজ্ঞ পোষে ভ্রান্তি ।


তব তর্ক আরো ব্যাখ্যা নির্ভুল দেখি কাজে
সম্মুখ জনার অপছন্দে, সবই লাগে বাজে ,
তোমার বুঝ তুমি বোঝ নিজেরে মানো ধন্য -
নিন্দায় নিন্দুক পঞ্চমুখ সত্য করে না মান্য ।


অসত্য নাশ সত্য উদ্গম জগতে হবে প্রচার ,
মনাবতার পরাকাষ্ঠা ভাবনায় ভরুক বিচার ।
উপায় কি আছে স্থাপনে সমাজ ভালর তরে ,
হবে না যে জন্ম মেলায় ! যীশু জগৎ জুড়ে ।


(ইং-২৪-১২-২০১৯)
(ইং-২৫-১২-২০১৯) মহামতী যীশুর শুভজন্মদিনে তাঁকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ ।