জ্ঞান সে অমৃত যদি জীবনে কাজে লাগে ,
মানুষের অদম্য ইচ্ছা জোটাতে আগেভাগে ।
নালন্দা, পৃথিবীর জ্ঞানকেন্দ্র ছিল একদা ,
কত দেশ, জ্ঞানীগুণী ঝুলি ভরে আমাদা ।
অমান্য অস্বীকার নয়, সর্বোজ্ঞ সুধীজন ,
এখনো স্বপ্রমাণ বিরাজমান প্রচুর নিদর্শন ।
গোটা ভারতে হয় বৈদিক জ্ঞান সৃজন ,
ঐ তক্ষশিলা একদা বিশ্ব করে আকর্ষণ ।


সময় সাথে ক্রমান্বয় মানবের ধী-বুদ্ধি ,
কোথায় কখন কার দ্বারা হবে যে বৃদ্ধি !
অবকাশ নেই গবেষণায় জানার উপায় ,
সূত্রধর এক জার্মানবাসী সূত্র দিয়ে যায় ।
লেনিনহস্তে, প্রথম সে বীজ হয় বপন ;
রাশিয়ার বুকে ঘরে-ঘরে ঘটে প্রতিফলন ,
অনুর্বর রুক্ষ মানবজমি করিতে উর্বর ,
ক্লেশে লেনিন সক্ষম সুফলনে প্রস্তর ।


কি চমৎকার দিকে দিকে উজ্জ্বল আলো ,
সমগ্র বিশ্ব লোক কার্যতে বাসিল ভালো ।
ওরা মাতে কোটিতে, নবরে দিতে শ্রীরূপ
বিশ্বচকিত ! ধরাধামে নামে রীতি অপরূপ ।
শোষিত নির্যাতিত সর্বহারা বিশ্ব শ্রমিক ,
আজ স্বাধীন সংগঠনে বলীয়ান অধিক ।
দুর্বলে পেল বল, নারীর মেলে অধিকার ,
সে সাম্যতা রীত আনে প্লাবন চারিধার ।


(ইং-৩১-১২-২০১৮)
*-মহান ক্রান্তি বীর লেনিন স্মরণে , আজ তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন । (মৃত্যু দিবস , ইং২২-০৪-১৮৭০/-২১-০১-১৯২৪) ।