বাংলার মাটি বাংলার জল ,
বাংলার কৃষ্টি সমগ্র অঞ্চল ।
মানকে মৃনালদা দৃঢ় অসামান্য ,
চারিত্রিক গুণধারা স্বতন্ত্র মান্য ।
না চাওয়া জীবনে প্রশস্তি খ্যাতি ,
মুখ্যধারা স্বধর্মে গঠন গতি ;
বাস্তবে ধ্যান আদর্শে মতি ,
স্বচ্ছ ভাবনা সে কৃষ্টির প্রতি ।


লক্ষ্মী-অর্থের , বেড়াজাল ভেঙে ,
সর্বদা তৎপর জীবন সংগ্রমে ।
কর্ম ফল যাক না- চলে অতল !
তবু তাঁর চলা- সৃজনে প্রাজ্ঞল ।
একনিষ্ঠ কর্ম পথে সে যাত্রায় ,
পান বিশ্বে খ্যাতি সমাদর তায় ।


তাঁর অমর ছবি, “বাইশে শ্রাবণ”,
মহানতার পরিচয় “ভূবনসোম” ;
“আকালের সন্ধানে”, আরো কত ,
নানান সম্মানে হলেন ভূষিত ।


(ইং-৩১-১২-২০১৮)
*-বিশ্ববিখ্যাত সিনেমা পরিচালক, শ্রদ্ধেয় মৃণাল সেন, ৯৫ বৎসর বয়সে ইং-৩০-১২-২০১৮-তে, নিজ বাসস্থানে দেহত্যাগ করেছেন । তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ ।
(সম্মান পদবী > ১৯৮৩- পদ্মভূষণ, ২০০০-  রাশিয়ার অর্ডার অফ ফ্রেন্ডশিপ , ২০০৫-বাবা সাহেব ফালকে পুরস্কার ।)