ঘরে ঘরে আজ অসহন কলহ
দাম্পত্য সম্পর্কে দ্বন্দ্ব অহরহ ,
জীবনে বাঁচা-মরার পূত বন্ধন
কত না জ্বালা-যন্ত্রণা ভরা এখন ।


ছেটবড়োর নেইকো বাচবিচার
শান্তির ঘরে দাপায় হাহাকার ।
সসাগরায় অন্যায়ে রাজ- মেতে
ন্যায়ের নাভিশ্বাস,- চারিভিতে ।


পুত্র সাহায্যে ধন্য, তারা মাতাপিতা
বৃদ্ধাশ্রমে বুকে ধরেণ পবিত্র গীতা ,
ধুঁ-ধুঁ হতাশবায়ু , বয়ে যায় অন্তরে
অমূল্য বাণী প্রবেশে না-কর্ণকুহরে ।


কাজে, সম্যক জ্ঞান লাভে মাত্র
উলটাতে থাকেন প্রতিটি ধর্মশাস্ত্র ,
সুধী উত্তর খোঁজেন ভাঁজে-ভাঁজে
তবু হদিশ মেলে না-কোন কাজে ।


মুনাফা ও বর্চস্য আসল রূপ স্থান
জ্ঞান, জেনেও আজ সবে অনজান ।
চমকপ্রদ পুঁজিবাদ সুরেলা গীত গায় ,
ছলনাকাল, কেন আসে না মাথায় ?


(ইং-১৯-০৭-২০২০)