সমাজে, কর্ম নিয়ে যারযার-
বাঁচা, নিশ্চিন্তে একপ্রকার ;
তায়, চিত্ত শান্ত যে অপার-
নেই না- কারোর কোন খবর ৷


এদিকে খলাসুর সে বলে, প্রবল
চারিদিকে ছেয়ে যেন জ্বল! জ্বল !
লুট-ধ্বংস ধারায় তার চল -
ঐশ্বর্য সম্পদে তারা স্বচ্ছল !


নির্মম কর্ম করে অহর্নিশ ,
চাষাবাদ তার, সৃষ্টিতে বিষ !
মরুতে বাড়ে বিনা জলে -
সমাজ তার বড়ো দখলে ৷


রয় নিকট, চেনা জানা -
ভয়াল রূপে, কত নানা !
উপায় হীন, করাটা ক্ষীণ -
তারা প্রবল, বাড়ে প্রতিদিন !


জড়েতে কক্ষনো নয় নির্মূল ,
দৃঢ়-শক্ত, তার বংশকুল !
খলের প্রোথিত মূল অতিদূর
সমাজে জল ও পায় ভরপুর ।


ভবে এটাই, তার অবতরণ -
রসাস্বাদন -যার আচরণ ,
মর্ত্যে খলাসুরের সুথের জীবন -
দেবাশীর্বাদপুষ্ট অসুর নন্দন !!


(ইং-২৮-০৯-২০১৭)