ঠগবাজ তার ও আছে এক আপনত্ব রাজ
এ ও এক কলা-কৌশল, ঠকিয়ে চলা সমাজ ,
রপ্তগুণে গড়ে নেয় জাঁকিয়ে তার মাঠ
আর চারিধার দেখ কত না রাজর্ষি ঠাঁট-বাট !
ছলশ্রমে লেগে রয় ঘরে বারমাসী-পার্বণ
কোন কালে অনাথ আতুরে করে না স্মরণ ।


সতর্ক হাবভাব, টুনটুনিসম সদা নাড়ে পুচ্ছ ,
জ্ঞান গরিমা , দয়া-মায়া, সবই মানে তুচ্ছ ।
কোথায় কে খেটেই মরে আর পাঁচের তরে
ঠগের চাই নিজ আঙন আলোয় থাক ভরে ।
কার মহিমায় ঠগ বেঁচে, নেই যে তার বালাই
বিনা কাজ পূজোপাঠ, ছলেতে চাই মালাই ।


(ইং-২২-১২-২০১৯)