আজ জাগরুক সভ্য যুগ
বিশ্বভ্রাতৃত্বে খোঁজে সুখ ,
ঝাঁপিয়ে পড়ে অজানায়
বন্ধু গড়ে বিনা দোটানায় ।
পেটের টান, অর্থ যোগাড়
বিদেশ পাড়ি ফেলে ঘর ,
বিশ্বাসই সে পরম মূলধন
চেষ্টায় গড়ে সুন্দর জীবন ।


পুঁজির নির্মম ছল খেলা
সে ডুবায় জীবন ভেলা ,
মানুষ চায় মনুষ্যত্ব বোধ
লাভবশ পুঁজি ঘটায় দুর্যোগ ,
আপন সব করে দেয় দূর
বেড়ে চলে স্বার্থপরতার সুর ।


(২০-০৫-২০২২)  
কবি, এম মাহবুব মুকুল তাঁর সুন্দর কাব্য, “সবাই আপন নয়” (২০-০৫-২২)-থেকে প্রেরণা পেয়ে আমার এ কাব্য লেখা, প্রিয়কবির নামে- সম্মানে,এ কাব্য উৎসর্গ করা ।