ছলনাবাজের কারসাজি
স্বভাব ছাড়তে নয় রাজি
কত নমুনা দেখি আজি ,
সে, নাও ডুবানোর মাঝি ।
সুনামে তার উত্থান চাই
সমাজের তিনি ঘর জামাই ।
ভব্য আচরণের আভাস পাই
মনে ভরা রকমারি চতুরাই ।
গর্ত-খাত, ভাবে না আপদ ,
কার্যে তার অসতে শপথ ।
বাগে পেলে সুখের সংসার
তছনছে মন নাচে তার ।


ধাপ্পানীতির জঘন্য সুশোভন
ভ্রষ্টাচারের বিদঘুটে আকর্ষণ ।
অধর্ম-আচার জীবন ভরে
ধ্বংস কাজে ন্যাস্ত সংসারে ।
দিলে সুবুদ্ধি কোনকালে
ছ্যাঁকার দাগ, নিজ গালে ।
পা-হড়কে পড়লে জলে
সাথীরেও সে নিয়ে চলে !


(ইং-০১-০১-২০২০)