হাতে, মুঠোফোন , তা’ আবার স্মাট ,
কত না গর্বের ধন ,সদা রয় হাত -
কখনো ঘটে জ্ঞানোদয়ে মস্ত বিভ্রাট !
বয়স দেখা নেই , মা-মাসী জ্ঞান -
না চৈতন্য , ভূত-ভবিষ্যৎ ,
চাই, দক্ষতা চালোনায় প্রযুক্তি-মান ।


গাছে কাঁচা আবার এঁচোড়ে পাকা !
কথাটা দিনকালে মূল্যহীন ,
ছোট-বড়ো এক তরাজু মাপা-
জ্ঞান হয় লব্ধ, সম-বন্ধু-সখা ।


পুঁজিপতির মুনাফা লাফিয়ে চলে
এখন তো করো সময় পার-অদেখা ,
জ্ঞানে, যাক না সমাজ গভীর অতলে
খুশ মেজাজে চলা, চারিধার- দিলখুলে ।


(ইং-০৯-০৭-২০২০)
*-তরাজু > দাঁড়িপাল্লা ।