উন্মুক্ত জীবন, সে মুক্তনদীধারা
জীবন বহনে চলুক বাঁধন হারা ;
বায়ুর বেগ খরতর, প্রাণে ধাবিত ,
চিরস্বাধীন ব্যাপক, অস্থির মত !
হৃদে বিচরণ ভাবাবেগ,- ন্যায় নীতি ,
চিত্ত অচঞ্চল, শীতল, স্বভাবমতি ৷
নিঃশ্বাসে , প্রাণবায়ু, শুদ্ধ ভরপুর-
অযাচিত দান, চাই যে প্রচুর ৷
  
মনে দশসেবায়, সম্বৃদ্ধির কল্পনা,
ঠাঁই, সততায় ভরিয়া আনাগোনা ৷  
কে না চায় ? এমনি জীবন ধারা ?
স্বপ্নে, মম মনঃ যেন পাগলপারা !
বাঞ্ছা ,বন্ধন হীন, অনন্ত অসীম-
মুক্ত প্রাণ, চিরনির্ভয়, অপ্রতিম !  
যারা ঘর-দুয়ার বাঁধন ছাড়া -
আনন্দঘন স্বাদে, তারা আত্মহারা !

যন্ত্রে সক্ষম, বৃদ্ধিতে যানবাহন গতি ,
ক্ষণে নূতন কিছু ভাবায় , মনঃমতি ,
বায়ুসম গতি, চায় নিজ কায়ায় -
মানব কী অপারক স্বয়ং সেথায় ?
সাধ্যাতীত অহরহ ,তারা দ্রুত ধায় ,
ত্যাগিয়া অলসতা মুক্তচিত্তে তায় ৷
তারা দুর্বার, চায় পারিতে সাগর !
জড়তা, উঁচ্-নীচ্ ,খর্ব-দড়, ছাড়িয়া -
মঙ্গল ঘট, সুসময়ে, মস্তকে রাখিয়া ,
তারা, মহাকাশে দৃঢ়জিদ, যতনে ধরি -
চায় অনন্ত অসীম, চিরতরে পার করি !

(ইং-০৬-০৫-২০১৭)