ছিল শক্তি ছিল বল
ছিল স্বচ্ছল অর্থ সম্বল ,
জুড়ে সীমা ব্যাপক পরিধি
ছিল গুণীজ্ঞানী, মেধা-ধী ।
ঢাল, বন্দুক, গোলা-বারুদ
সময়ে সবই ছিল মজুদ ।


দিক, ঘনকালো মসীময় ,
ঘোর কাটে না সে ভয় !
হ’ল না রক্ষা আপন -
কী সে অজানা কারণ ?


আপসে হানাহানি দ্বন্দ্ব ,
বাতাসে অতৃপ্ত গন্ধ !
বাজার ভরা বিজ্ঞাপন
গুণীর বাড়ায় চিন্তন ;
ভবিষ্যৎ ধু-ধু করা মাঠ -
খলের ভাগ্য জমজমাট !


(ইং-০৩-০১-২০১৯)