জীবন ভরেছে সহ্যতে তিতিক্ষা ,
এবার আর নয়, অধিকার ভিক্ষা ;
ভোটে মূল্যটা, চালুনি ছাঁটা করে-
আসলটা চাই মান্যে, এর পরে ৷
কোন কথায় আর নয় ভ্রূক্ষেপ ,
নির্বাচনে চাই , সঠিক পদক্ষেপ ৷


উপরটা নেতার রূপে মাকাল ফল ,
সখের মিঠাই, রঙে সে অবিকল !
সততায় জনগণের বিশ্বাস পেতে -
নামে ভোট আখড়ায়, রাজনীতিতে ,
লোকে কেন দেবে না ভোট ?
সে যে ধর্মরাজ,-যুধিষ্ঠির মোট !
কর্ণে শুনিয়া তার, সুমধুর বচন-
শীতল করে মন, মলয় পবন ৷


কত আশা ধরে , জনভিড় ঠেলে ,
ভোট দানেতে সবে কাতারে চলে !
নির্বাচন মানে এ- এক অগ্নিপরীক্ষা ,
পাঁচবছর ধরে হয় তার যে প্রতীক্ষা ৷
সবার হৃদয়ে গুঞ্জরিছে সুসমাচার -
এবার নির্মূল হবে, সমূলে ভ্রষ্টাচার !
নয় সুষ্ঠু বোঝা, অনেক আছে বাধা ,
প্রার্থীর নাম ফর্দে, লাগে-চোখধাঁধাঁ ।


(ইং-২৫-১০-২০১৭)