লিখে লিখে জমিল স্তূপ
শুধু-শুধু জঞ্জাল ,
আজগুবী সব রূপকথা
ভরা মাকড়জাল ।


সড়ে-গলে, হয় না সার
উর্বর হয় না মাটি ,
না পেটে যায়, শাঁস-প্রটিন্
ভাতের মত না খাঁটি ।


না স্বাদে আস্বাদ,টক-ঝাল
যমেরও অরুচি ,
কুকথা ধিক্কার- বেশ জোটে
জনভাবনা অসুচি ।


কলম ঘঁষায় ঘুমের ব্যাঘাত
বদহজমও বেজায় ,
অনিদ্রা রোগ জুড়ে বসে
বিশেষ করে ভাবায় ।


লাভের মধ্যে আলোর রশ্মি
বিদ্রোহী লেখায় মন ,
কাঠগড়ায় দাঁডাতে হবে
রাজ-আদেশ, সমন ।


(১০-০৩-২০২১)