গভীর অরণ্যে ভূতের দু’টি বড়ো দল
তাদের সবসময় আপসে হয় কোন্দল ,
রাজাভূতের জানা ভূত মানুষ হবে না
তাই, লড়াই-ঝগড়া নিয়ে যত জল্পনা ।


একদল চায়- কুকর্মের বিশেষ শিক্ষা
ওরা মানব অন্তরে ভরে হিংসার দীক্ষা ,
ভূত ভাবে, এভাবে মানুষ হলে ক্ষয়
কালে তাদের দলের বাড়বে বেশ জয় ।


নির্বাচনে নীতিশূন্য হয়ে ভোটটি দেয়
এরূপে জনতা নামবে অতল গাড্ডায় ,
সৌভাগ্যে ভূতের কাণ্ডে ভরে বাজার
আগে নীতিশূন্যভূত চালাবে সংসার ।


দিকে দিকে অহরহঃ দিচ্ছে এ সূচনা
আগামীতে ভূতের জয় নির্ভুল জানা ।
জনমানস হারিয়েছে জ্ঞানবুদ্ধি - খেই
জনেজনে আগের মত সূক্ষ্মচিন্তা নেই ।


(১৫-০৪-২০২১)