দুঃখ ভরা, প্রার্থনা সারা- তাড়কার  
হাতজুড়ে বিষ্ণুর দুয়ারে লাগায় দরবার ।


----"প্রভু ! সেথা মাত্র একটু প্রেম নিবেদন ,
শূর্পণখার নাক কেটেছে- ঐ নরাধম লক্ষ্মণ !


কি সাজায় গহন বনে ,অন্ধকারে বাস ?
উজ্জ্বলতা শূন্য জীবন, না আলোর আভাস ।
আর পারি না , সহ্যতে এ দহন-জ্বালা !
এই পাপিষ্ঠ জীবন থেকে করো ভালা ।”


উত্তম বর দানেন দয়ালু নারায়ণ ,
“সহর্ষ যাও, ভারত ভূমে -
‘তারকা’ নামে ডাকিবে তুমে -
নেচে-গেয়ে সুখে থেক সারাজীবন ।“


আরো চাই সুখ, ভুলেছে গত জীবন ,
ঘরকরে আজ তুচ্ছ হীনতা
হতে চায়, নামজাদা নেতা ,
লোভী ‘তাড়কা’ লড়ে ,আগে- নির্বাচন ।


(৮-০৩-২০২১)
“দুয়ারে তারকা” , গৌতম রায় - (৮-০৩-২০২১)
প্রবুদ্ধ কবির কাব্য থেকে প্রেরণা পেয়ে , আমার এ কাব্য লেখা “তাড়কা” । প্রিয় কবিকে তাঁর সম্মানে উৎসর্গ করিলাম ।