শেষ জীবন, ফিরেছে সুমতি -
এবারে হবেই সদগতি ;
বৈতরণীর শীতল সলিল, স্বচ্ছ -
ধরে, শক্ত করে -বাছুর-পুচ্ছ
কে করবে রোধ ? যাত্রা নিয়ে
পূর্ণ হবে ভবিতব্য ,
আদা-নুন খেয়ে -
চলছি সে পথে ধেয়ে ।

একি হাবভাব ?
হতবাক ,অবাক !
কি সাংঘাতিক ক্লেশ !
শেষ বেলায়, পুচ্ছ শেষ
অন্য যান চলবে না -
ধর্মে ভয়ংকর মানা ।

সাধুর বেলায় ছুট -
মুখে নিয়ে গাঁজার চুরুট ,
খুব মাখামাখি -
সাথে সুন্দরী সখী ,
সুগম হয় লগ্ন তার
সহজ বৈতরণী পার !

(০৫-১২-২০২৪)
এখানে সাধু > বিত্তবান ব্যক্তি বিশেষ ।