ঘটে আছে, বিদ্যা-বুদ্ধি-বল
উৎপাদন তরে কারখানা, কল ।
গঙ্গায় প্রবাহিত পবিত্র জল
ক্ষিতি ভরা সোনার ফসল ।


আর কি চাই সুখের তরে ?
সব উপকরণ ব্যাপক হারে ।
তবু দুর্গতি, আপসে ঝগড়া
দ্বন্দ্ব-হিংসা, দিনো দিন বাড়া !


কেন অধঃপতন, তার কারণ ?
সম্পদ নষ্ট, প্রাণ লয়- হরণ !
বারংবার এ বিপত্তির পুনরাবৃত্তি ,
হয় না চিরতরে তার নিষ্পত্তি ।


নর খাদক, হাঙ্গর সাগরে অপার
স্থল নয় নিরাপদ, ভরা হাহাকার ।
অভাব সেবাদার, কৈ প্রতিকার ?
ভাবি, ভার মাত্র সে উপরওয়ালার ।


(ইং-২৬-০৫-২০১৯)