মধুর নামটা তার সুন্দরবন
দেখতে ভাল তবু সে, বড্ডো ভয়ের কারণ !


উঠতি জীবন- যৌবন
আছে উদ্যম, সে উন্মুক্ত ভাবনা প্রবণ
দিতে হয় সামাল, নিতে হয় যতন ,
নয় তো অকারণ দুঃখ হয় অবতরণ ।


রিপু,- বাঘ, ভাল্লুক, হিংস্র শ্বাপদ
ক্ষণে তারা দিতে পারে জীবন মাৎ ।
ভরা এ দৃশ্যে আশেপাশে
কেহ পড়ে ঘাসে, কেহ উপরে আকাশে ।
কেহ রুগী বারোমেসে , কেহ বিদেশে ,
কারো বা সুখের সময়- বাঁচে ত্রাসে !


খুঁটিতে জোর ছাগল লাফায় ,
যার নেই মামা-চাচা ,জীবন কী তার অবহেলায় ?
আত্মবল সে মূল মন্ত্র সবার সার ,
প্রতি কাজে চাই কঠোর পরিশ্রম, সুআচার-বিচার ।


(ইং-০২-০১-২০২০)