কোনও বনে বেড়ে ওঠে সুশ্রী চন্দন
বড়ো আশা, সুবাসে ভরাবে সবার মন
সেই মত করে ব্যবহার
                  ভালোবাসা দানে সবার
ঘুচাবে সমস্ত ক্লেশ ,আশায় মন অশেষ ,
সুন্দরে গড়তে চায় এক সুরম্য পরিবেশ ।


আশেপাশে গঁজিয়ে ওঠা কাঁটা গাছ
সংখ্যায় বেশী ,বর্ষায় জুড়ে দেয় নাচ ,
স্বভাবধর্মে তারা অনন্য
                অপছন্দ সুঘ্রাণ,-না মান্য
করে পণ, সৌন্দর্য্য সে মিটাবে অনুক্ষণ ,
আচরণে আহ্লাদিত জীবন, খোঁজে সুখধন ।


সংসারে যেখানে যতো আগাছার বাস
আকিঞ্চন- বাঞ্ছা, সুন্দরতার চায় নাশ ,
পসরা সাজিয়ে কাঁটার হাট
                সকাল সন্ধ্যা একই পাঠ
   তীব্র বিষে ভরা, হট্টগোলের ঠাট-বাট
মনোবাসনা, কাঁটায় ভরা আদিগন্ত মাঠ ।


(১৪-০২-২০২২)